বিতর্কিত মন্তব্য করে প্রায় সব সময়ই আলোচনায় থাকেন সারা আলি খান। এবারও তার ব্যতিক্রম হয়নি। সারার একটি বক্তব্য ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য।
সম্প্রতি কফি উইথ করণের স্পেশাল এপিসোডে ‘অতরঙ্গী রে’ ছবির প্রচারে এসেছিলেন সারা আলি খান ও ধনুষ।
করণ প্রশ্ন করেন নিজের স্বয়ম্বরে কাকে কাকে দেখতে চান সারা। সারার উত্তর শুনে চমকে যান ধনুষ ও করণ।
সারা আলি খান বলেন, তিনি রণবীর সিং ,বিজয় দেবেরাকোন্ডা , ভিকি কৌশল ও বরুণ ধাওয়ানকে দেখতে চান। তাঁর মুখে এই নামগুলো শুনে সারাকে সাবধান করেন করণ জোহার।
মজা করে করণ বলেন, এঁদের স্ত্রীরা দেখছে। সারা বলেন, আশা করি তাঁদের স্বামীরাও দেখছেন। সারার বোল্ড উত্তর শুনে অবাক হন ধানুষ।
তবে শুধু সারার সয়ম্বয়েই নয়, আরও অনেক বিষয় নিয়েই এই এপিসোডে মজা করেন করণ। ধানুষকে তিনি জিগেস করেন, যদি একদিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন যে তিনি রজনীকান্ত হয়ে গেছেন তাহলে কী করবেন।
উত্তরে ধানুষ বলেন- তিনি রজনীকান্ত হয়েই থেকে যাবেন। শেষ রাউন্ডে সাউথের পাঁচজন পরিচালকের নাম বলতে ব্যর্থ হন সারা অন্যদিকে ইনস্টাগ্রামের ভাষায় একটি টার্মের পুরো অর্থ বলতে পারেন না ধানুষ।
আরও পড়ুন:
শুরু হচ্ছে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ
news24bd.tv/ তৌহিদ