করোনাভাইরাসের ওমিক্রন ধরনের বিস্তার রোধে বিদেশি ভ্রমণকারীদের ওপর কোয়ারেন্টিন বাধ্যতামূলক করল থাইল্যান্ড।
আজ মঙ্গলবার থেকে থেকে দেশটিতে এ নিয়ম কার্যকর হয়েছে। থাই সরকারে মুখপাত্র রাচাদা ধনাদিরেক বার্তাসংস্থা রয়টার্সকে এসব তথ্য জানান।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ওমিক্রনে এমন কিছু মিউটেশন বা রূপান্তর ঘটেছে, যার ফলে প্রচলিত টিকাগুলো কার্যকর নাও হতে পারে।
আরও পড়ুন:
মৃত্যুর আগের রাতে শ্বশুরবাড়ি থেকে পালানোর চেষ্টা করে ইলমা
দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা: স্বাস্থ্যমন্ত্রী
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের ৪৯টি দেশে ছড়িয়ে পড়েছে সার্স-কোভ-২ বা করোনাভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রন।
news24bd.tv/এমি-জান্নাত