হিলিতে তীব্র শীতে বিপাকে ছিন্নমূল মানুষ  

সংগৃহীত ছবি

হিলিতে তীব্র শীতে বিপাকে ছিন্নমূল মানুষ  

অনলাইন ডেস্ক

গত তিনদিন ধরে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে শীতের মাত্রা বাড়ায় বিপাকে পড়েছে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। তীব্র শীতে ঘর থেকে বেরোতে পারছেন না তারা।

গতকাল মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত বাজারে মানুষের সমাগম থাকলেও শীতের কারণে সন্ধ্যার পর বাজার ফাঁকা হয়ে যাচ্ছে।

এদিকে সকালে কুয়াশা থাকায় সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তবে দিনের বেলা কুয়াশার মাত্রা কম থাকছে। বিকেলের পর থেকে সকাল পর্যন্ত তীব্র শীত অনুভূত হচ্ছে।

আরও পড়ুন


কোথায় আছেন মেজর জিয়া? 

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, বুধবার (২২ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুর জেলায় ১০ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে।

সেই সঙ্গে বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ। ঘণ্টায় বাতাসের গতিবেগ ৪-৬ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ৮-১২ কিলোমিটার পর্যন্ত উন্নতি হতে পারে।

news24bd.tv রিমু