করোনার আরেকটি ঝড় আসছে ইউরোপে: ডব্লিউএইচও

ফাইল ছবি

করোনার আরেকটি ঝড় আসছে ইউরোপে: ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক

করোনার নতুন ধরন নিয়ে সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) ইউরোপীয় অঞ্চলের প্রধান হ্যান্স ক্লুগ।

তিনি বলেছেন, ওমিক্রন স্ট্রেইন এখন যুক্তরাজ্য, ডেনমার্ক এবং পতুর্গালে প্রভাব বিস্তার করছে। আমরা দেখতে পাচ্ছি আরও একটি ঝড় আসছে। কয়েক সপ্তাহের মধ্যে এই ভ্যারিয়েন্টেটি আরও অনেক দেশে দাপট দেখাবে।

ইউরোপে ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি এ অঞ্চলের স্বাস্থ্যব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেবে।  

মঙ্গলবার ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ডব্লিউএইচওর ইউরোপীয় প্রধান বলেন, করোনা সংক্রমণের আরেকটি ঝড় আসছে।

যা ইতিমধ্যে চাপে থাকা স্বাস্থ্যব্যবস্থাকে চরমসীমার দিকে ঠেলে দেবে। সংক্রমণ বৃদ্ধির কথা ভেবে সরকার এবং কর্তৃপক্ষকে সব ধরনের প্রস্তুতি রাখা উচিত।


আরও পড়ুন:

বিএনপির জেলাভিত্তিক সমাবেশ আজ থেকে শুরু

হিলিতে তীব্র শীতে বিপাকে ছিন্নমূল মানুষ  

দেশে ক্রিকেট জুয়ার বাজার সাত হাজার কোটি টাকার


ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে বিভিন্ন দেশ আবার সামাজিক দূরত্বের বিধি জারি করছে। এমন সময় ডব্লিউএইচওর ইউরোপীয় প্রধানের কাছ থেকে ওমিক্রন নিয়ে সতর্কতা এলো।

ক্লুগ আরও বলেন, ইউরোপে ৮৯ শতাংশ ওমিক্রনের সংক্রমণের লক্ষণ করোনার কাশি, জ্বর, গলা ব্যথা ইত্যাদি সাধারণ উপসর্গের মতো।

news24bd.tv/ নাজিম