মিয়ানমারের উত্তরাঞ্চলে জেড পাথরের খনিতে ভূমিধস

সংগৃহীত ছবি

মিয়ানমারের উত্তরাঞ্চলে জেড পাথরের খনিতে ভূমিধস

অনলাইন ডেস্ক

মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন রাজ্যে বুধবার একটি জেড পাথরের খনিতে ভূমিধসের ঘটনায় অন্তত একজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ৭০ জন।

রাজ্যটির জেড পাথর সমৃদ্ধ হোপাকান্ত এলাকার খনিতে স্থানীয় সময় ভোর ৪ টায় এই হতাহতের ঘটনা ঘটে। হতাহতদের বেশিরভাগই খনিজ সম্পদের অবৈধ সংগ্রাহক বলে তথ্য পাওয়া গেছে।

এখনও অব্যাহত রয়েছে উদ্ধারকাজ। হাপাকান্ত এলাকায় জেড পাথর আহরণ নিষিদ্ধ। তবুও প্রায়ই নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয়রা।

আরও পড়ুন

ঘুড়ির শক্তিতে ২৫ দিনেই আটলান্টিক মহাসাগর পাড়ি

বেকারত্ব এবং দারিদ্রতার কারণে অবৈধভাবে খনিতে যেতে বাধ্য হয় তারা।

প্রতি বছর প্রায় ৩ হাজার কোটি ডলার দেশটির জেড বাণিজ্য। মিয়ানমারের সবচেয়ে বড় খনি এলাকা হাপাকান্ত।
news24bd.tv/এমি-জান্নাত