বান্দরবানে নতুন স্বপ্ন ড্রাগন ফল

বান্দরবানে নতুন স্বপ্ন ড্রাগন ফল

কবির হোসেন সিদ্দিকী, বান্দরবান

পাহাড়ে জুমিয়াদের নতুন স্বপ্ন দেখাচ্ছে ড্রাগন ফল। স্বল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় বান্দরবানে ড্রাগন ফলের আবাদ বাড়ছে। জুম চাষীদের সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ।

বান্দরবান জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের সহায়তায় ৭টি উপজেলায় প্রায় ৪শত চাষী ড্রাগন ফল উৎপাদন করছেন।

২০১৩ সাল থেকে এ ফলের চাষ করছেন জুম চাষীরা। বর্তমানে এখানে ৫টি রঙ্গের ড্রাগন ফল উৎপাদন হচ্ছে। বাজারে ড্রাগন ফলের চাহিদাও বেশি। প্রতি কেজি ড্রাগন ফল ৩ থেতে চারশত টাকা দরে  বিক্রি হচ্ছে।
এতে  আর্থিকভাবে লাভবান হচ্ছে চাষীরা।

পাহাড়ের মাটি ও আবহাওয়া ড্রাগন ফল চাষের উপযোগী হওয়ায় আশানুরূপ ফলনও হচ্ছে। পাহাড়ে জুমিয়াদের মধ্যে ড্রাগন চাষ ছড়িয়ে দেওয়া গেলে পাহাড়িরা আর্থিকভাবে স্বাবলম্বির পাশাপাশি পাহাড়ে ক্ষতিকর জুমচাষ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বান্দরবান জেলায় বিদেশি এ ফলের চাষ হয়েছে  প্রায় ৩০হেক্টর পাহাড়ী জমিতে।

news24bd.tv/   তৌহিদ