ধর্মঘটের ডাক ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের

ফাইল ছবি

ধর্মঘটের ডাক ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের

অনলাইন ডেস্ক

সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার রাতে অ্যাসোসিয়েশনের এক সভা থেকে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।  

আগামী ৩ জানুয়ারি থেকে ভাড়া বাড়ানোর দাবি না মানা পর্যন্ত সারা দেশে লাগাতার এ ধর্মঘট পালন করা হবে  বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন।

আরও পড়ুন:

২০২২ সালে ভিয়েতনামের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে সর্বোচ্চ

মিয়ানমারের উত্তরাঞ্চলে জেড পাথরের খনিতে ভূমিধস

তিনি বলেন, গত ৪ নভেম্বর ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে।

কিন্তু ট্যাংক-লরির ভাড়া বাড়ানো হয়নি। অথচ তেলের মূল্য বাড়ানোর আগে থেকেই চ্যাসিস, ট্যাংকার, খুচরা যন্ত্রাংশ, আয়কর, শ্রমিকদের বেতন বাবদ ট্যাংক-লরিতে বিনিয়োগ কয়েকগুণ বেড়েছে।

শেখ ফরহাদ হোসেন বলেন, লোকসানের মাত্রা কয়েকগুণ বেড়ে যাওয়ায় ৩ জানুয়ারি থেকে সারাদেশে বন্ধ থাকবে ট্যাংক-লরি।

news24bd.tv/আলী