সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের নির্দেশ 

ফাইল ছবি

সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের নির্দেশ 

অনলাইন ডেস্ক

আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর টেকনাফ-সেন্ট মার্টিন নৌ রুটে সকল পর্যটকবাহী জাহাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। কক্সবাজারের টেকনাফে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ও পৌর নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৬ ডিসেম্বর। এ নির্বাচনের কারণে  এই নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

নির্বাচনে নিরাপত্তার কথা মাথায় রেখে ২৫ ও ২৬ ডিসেম্বর টেকনাফ-সেন্ট মার্টিন নৌ রুটে সকল পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে।

ফলে দেশি-বিদেশি কোনো পর্যটক প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ভ্রমণে যেতে পারবেন না।

সাফল্যের বিচিত্র ধারায় এগিয়ে চলেছে বাংলাদেশ

আজও করোনায় দেশে ৩৯ জনের প্রাণহানি

পাহাড়ে তরমুজের বাম্পার ফলন


 

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের (টুয়াক) সভাপতি আনোয়ার কামাল জানান,  জেলা প্রশাসন একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। কারণ নির্বাচন চলাকালীন  সহিংসতার ঘটনা ঘটতে পারে, এটি পর্যটকদের জন্য ঝুঁকি ছিল।

 

news24bd.tv/আলী