কাশ্মীরে সংঘর্ষে ১ সেনা ও ২ গেরিলা নিহত

কাশ্মীরে সংঘর্ষে ১ সেনা ও ২ গেরিলা নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনী-জঙ্গি সংঘর্ষে সেনাবাহিনীর এক সদস্য ও দুই জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলার পানার বনভূমি এলাকায় সেনাবাহিনী অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।

নিহত দুই সন্ত্রাসীর লাশ উদ্ধার হয়েছে জানিয়ে সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, জঙ্গিদের কাছ থেকে একে-৪৭ রাইফেল ও প্রচুর গুলি উদ্ধার হয়েছে। ওই ঘটনায় সেনাবাহিনীর এক সদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে আহত হলে তাকে দ্রুত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কিন্তু তিনি সেখানেই মারা যান।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া দুই গেরিলা ও এক সেনা সদস্য নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। বিগত ছয় দিন ধরে পানার বনভূমি এলাকায় নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে।

এদিকে, আজ সকালে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্দেহভাজন অজ্ঞাত গেরিলারা পুলিশ ও সিআরপিএফের একটি দলকে টার্গেট করে গুলিবর্ষণ করে।

নিরাপত্তা বাহিনীও ওই ঘটনায় কয়েক রাউন্ড পাল্টা গুলি চালায়। ওই ঘটনায় অবশ্য কোনো ক্ষয়ক্ষতির খবর নেই।

নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে ব্যাপক তল্লাশি শুরু করেছে।

বুধবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার লসসিপুরে এক পুলিশ ফাঁড়ি টার্গেট করে সন্দেহভাজন অজ্ঞাত গেরিলারা গ্রেনেড হামলা চালায়। আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চারের সাহায্যে ওই গ্রেনেড হামলা চালানো হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর