রাঙামাটিতে ঝড়ো হাওয়ায় বসতঘর বিধ্বস্ত 

রাঙামাটিতে ঝড়ো হাওয়ায় বসতঘর বিধ্বস্ত 

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির হঠাৎ ঝড়ো হাওয়া কয়েকটি বসতঘর বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মগবান ইউনিয়নের বড়াদাম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি। দুপুর নাগাত শুরু হয় ঝড়ো হাওয়া।

বাতাসের তাণ্ডবে উড়ে যায় বাড়ি-ঘর। ভেঙ্গে পরে ছোট-বড় গাছপালা। টানা ৩/৪ ঘন্টার তীব্র দমকা হাওয়া মুহূতের মধ্যে তছনছ হয়ে যায় পুরো মগবান এলাকা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষতিগ্রস্ত হয় অনেক বসতঘর।
 

রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুন কান্তি চাকমা জানান, রাঙামাটি শহরে তেমন কোনো বৃষ্টিপাত না হলেও সদর উপজেলায় হঠাৎ ঝড়ো হাওয়ায় কয়েকটি বসতঘর বিধ্বস্ত হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়ছে। এ সময় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিলেও। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

(নিউজ টোয়েন্টিফোর/মুমু/তৌহিদ)
 

সম্পর্কিত খবর