ইসলাম শব্দের অর্থ কী?

ফাইল ছবি

ইসলাম শব্দের অর্থ কী?

অনলাইন ডেস্ক

আরবী ভাষার অভিধান অনুযায়ী “ইসলাম” শব্দটির অর্থ হল “আত্মসমর্পণ করা”, “নিজেকে বিনয়াবনত করা”, “হুকুম মান্য করা”, “কোন আপত্তি ছাড়াই আদেশ-নিষেধ মেনে চলা”, “সর্বান্তকরণে কেবলমাত্র আল্লাহ্‌ রাব্বুল ‘আলামীনের ইবাদত করা”। ,

তিনি যা বলেছেন তার সবকিছুই বিশ্বাস করা এবং তাঁর উপরেই বিশ্বাস এবং আস্থা রাখা। প্রিয় নবী মুহাম্মাদ (সাল্লালাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আমাদের জন্য যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছিলেন তার নামই হল “ইসলাম”।

আরও পড়ুন:


আ.লীগ নেতা হত্যা: ১৩ আসামির ফাঁসি, ৮ জনের যাবজ্জীবন

কক্সবাজারে নারী পর্যটককে ‘সংঘবদ্ধ ধর্ষণ’: গ্রেপ্তার ৫

আ.লীগ নেতা হত্যা: ১৩ আসামির ফাঁসি, ৮ জনের যাবজ্জীবন


ইসলামী ধর্মগ্রন্থানুযায়ী, এটি আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।

ইসলাম সর্বজনীন ধর্ম। ইসলাম শুধুমাত্র মক্কা-মদিনা বা আরব দেশগুলোর জন্য নয় বরং ইসলাম পৃথিবীর সকল বর্ণ, গোত্র, জাতি এবং ধনী-গরীব, সাদা-কালো ও আরব-অনারব সকল মানুষ জন্যই প্রেরিত।

ইসলামের বিশ্বাস অনুযায়ী ইসলাম কোন নতুন ধর্ম নয়, বরং সৃষ্টির শুরু থেকেই ইসলামের উৎপত্তি। আদম ছিলেন এই পৃথিবীর প্রথম মানব এবং ইসলামের প্রথম নবী।

আর শেষ নবী হলেন হযরত মুহাম্মদ (সা:)।

news24bd.tv/ নাজিম

এই রকম আরও টপিক