ইউক্রেন সীমান্তের কাছে এক মাস ধরে দীর্ঘ মহড়ার পর স্থায়ী ঘাঁটিতে ফিরেছেন ১০ হাজারের বেশি রুশ সেনা।
ইন্টারফ্যাক্স বলছে, ইউক্রেনের কাছে বেশ কয়েকটি এলাকায় এখনো সেনা মহড়া চলছে। এরিমধ্যে উত্তর, পূর্ব ও দক্ষিণে রাশিয়ার কয়েক হাজার সেনা মোতায়েনের ঘটনায় পশ্চিমা দেশগুলো উদ্বেগ জানিয়েছে।
পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, মস্কো ইউক্রেনে হামলার পরিকল্পনা করছে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার হিসাবে ইউক্রেনের কাছে রাশিয়ার সেনার সংখ্যা ৬০ হাজার থেকে বেড়ে ৯০ হাজারে পৌঁছেছে। গোয়েন্দা সংস্থার হিসাব আরও বলছে, সেনার সংখ্যা বেড়ে ১ লাখ ৭৫ হাজার হতে পারে।
আরও পড়ুন:
বসুন্ধরার কম্বল পেয়ে বৃদ্ধ বললেন, ‘আল্লাহ তাগেরে বাঁচায় রাখুক’
news24bd.tv/ তৌহিদ