বলিউডের অন্যতম সুপারস্টার সালমান খান সাপের কামড় খেয়েছেন- এমন খবরে বেশ আলোচনার ঝড় তুলেছে বলিউডপাড়ায়। শনিবার মধ্যরাতের ওই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন তিনি নিজেই।
ভারতীয় এক গণমাধ্যমকে সালমান বলেন, ‘আমাদের পানভেলের খামারবাড়িতে একটি সাপ ঢুকে পড়ে। আমি লাঠি দিয়ে সেই সাপটিকে তুলি।
সালমান জানান, সাপটিকে দেখে বিষাক্ত বলে মনে হয়েছে তার। হাসপাতালে ছয় থেকে সাত ঘণ্টা থাকতে হয়েছিল তাকে। যদিও এখন ঠিকই আছেন তিনি।
তবে সাপটিকে সালমানের বিষাক্ত মনে হলেও তার বাবা সেলিম খান এবং ঘনিষ্ঠ সূত্রে আনন্দবাজার জানায়, সাপটির বিষ নেই।
এছাড়া তার আরেক বন্ধু গণমাধ্যমকে জানায়, শনিবার রাতে বাগানে বসে আড্ডা দেয়ার সময় সালমান হাতে ব্যথা অনুভব করেন। তার পরেই একটি সাপ চোখে পড়ে সকলের। সঙ্গে সঙ্গে সাহায্য চেয়ে চিৎকার করে ওঠেন বন্ধুরা। দেরি না করে বলি তারকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই বক্তব্যের সঙ্গেও মিলছে না সালমানের কথা!
আরও পড়ুন:
সমুদ্রে চীনের ঘূর্ণিঝড় প্রতিরোধী বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্র স্থাপন
news24bd.tv/ নকিব