ভারতের লখনৌতে মধ্যরাতে ছাত্রীদের হোস্টেলে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। ইন্টিগ্রাল বিশ্ববিদ্যালয়ের লেডিস হোস্টেলে ওই ঘটনায় চিতাবাঘটিকে তাড়াতে গিয়ে আহত হয়েছেন ১৫ জন। খবর আনন্দবাজার পত্রিকার।
প্রতিবেদনে আনন্দবাজার জানায়, লখনৌয়ের রাস্তায় দুদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘটি।
এরই মধ্যে ২৬ ডিসেম্বর রাতে খবর আসে কল্যাণপুর এলাকা লখনৌয়ের ইন্টিগ্রাল বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হোস্টেলে ঢুকে পড়েছে চিতাবাঘটি। রোববার রাত ১১টা থেকে ১২টার মধ্যে ঘটনাটি ঘটে। মধ্যরাতে হইচই পড়ে যায় হোস্টেলে। চিতাবাঘটিকে ধরতে গিয়ে ১৫ জন আহত হন।
আরও পড়ুন:
সমুদ্রে চীনের ঘূর্ণিঝড় প্রতিরোধী বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্র স্থাপন
news24bd.tv/ নকিব