বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের সহযোগিতায় শেখ রাসেল ক্রীড়া চক্রের পক্ষ থেকে ১৫০০ কম্বল পেলেন মানিকগঞ্জে অসহায় শীতার্তরা।
আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এসব কম্বল হস্তান্তর হয়।
মানিকগঞ্জের পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান এসব শীতবস্ত্র গ্রহণ করেন।
শেখ রাসেল ক্রীড়া চক্রের পক্ষ থেকে শীতবস্ত্র হস্তান্তর করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি।
মাহবুবুর রহমান জনি জানান, ‘বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর এর সহযোগিতায় আজ এসব কম্বল পুলিশ সুপারের নিকট হস্থান্তর করা হয়। ’
তিনি আরও জানান, ‘শেখ রাসেল ক্রীড়া চক্রের মাধ্যমে শীতার্তদের মাঝে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। ’
আরও পড়ুন:
বসুন্ধরার কম্বল পেয়ে বৃদ্ধ বললেন, ‘আল্লাহ তাগেরে বাঁচায় রাখুক’
news24bd.tv/ তৌহিদ