মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির দুটি মামলার রায় ঘোষণা ১০ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছে দেশটির একটি আদালত।
সোমবার এমন খবর প্রকাশ করেছে রয়টার্স। এর আগে সুচির বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকিটকি আমদানি এবং ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলাটির রায় ২০ ডিসেম্বর হওয়ার কথা ছিল। তখন রায় ঘোষণা ২৭ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছিলো।
আরও পড়ুন:
কানে পুরস্কার জিতলো দেশের সিনেমা 'বাতিক বাবু'
আবার ব্যালটে লেখা ‘খালেদা জিয়ার মুক্তি চাই’
ওয়াকিটকির মামলা ছাড়াও রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গসহ সু চির বিরুদ্ধে প্রায় ডজনখানেক মামলা করেছে জান্তা সরকার। সব ক’টিতে দোষী সাব্যস্ত হলে ১০০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে সু চির। তবে সব অভিযোগই অস্বীকার করেছেন সু চি।
news24bd.tv/এমি-জান্নাত