এক বিলিয়ন ডলার আয় করেছে "স্পাইডারম্যান: নো ওয়ে হোম"

ফাইল ছবি

এক বিলিয়ন ডলার আয় করেছে "স্পাইডারম্যান: নো ওয়ে হোম"

অনলাইন ডেস্ক

করোনা মহামারীর পর প্রথম সিনেমা হিসেবে বৈশ্বিক বক্স অফিসে এক বিলিয়ন ডলার বা সাড়ে আট হাজার কোটি টাকা আয় করেছে "স্পাইডারম্যান: নো ওয়ে হোম"।

২০২১ সালে সর্বোচ্চ আয় করা সিনেমার সবার ওপরে আছে স্পাইডারম্যান ফ্রাঞ্চাইজির সর্বশেষ সিনেমাটি। বিবিসির প্রতিবেদনে জানা যায়, কোরীয় যুদ্ধ নিয়ে তৈরী চীনের সিনেমা 'দ্য ব্যাটল অব লেইক চাংজিন'-কে হটিয়ে নো ওয়ে হোম এই রেকর্ড করেছে।

আরও পড়ুন:

কানে পুরস্কার জিতলো দেশের সিনেমা 'বাতিক বাবু'

আবার ব্যালটে লেখা ‘খালেদা জিয়ার মুক্তি চাই’

বিশ্ববাজারে ৯০৫ ডলার আয় করেছিল চীনা সিনেমাটি।

গেল দুই বছরে, মহামারির সময়ে আর কোনো হলিউড সিনেমা বিলিয়ন ডলার আয়ের কাছাকাছি পৌঁছাতে পারেনি। তবে এখনো এ সিনেমাটি চীনে মুক্তি দেওয়া হয়নি। বর্তমানে বিশ্বে সিনেমার সবচেয়ে বড় বাজার চীন।

news24bd.tv/এমি-জান্নাত