আগামীকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। রাজধানীর কিছু এলাকায় পাইপলাইন মেরামতের জন্য সাময়িক এ সমস্যা বলে বিজ্ঞপ্তিতে জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সোমবার (২৭ ডিসেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলে, গ্যাস পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য আগামীকাল (২৮ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ৯টা হতে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা নর্থ সারকুলার রোড, ভুতের গলি, হাতিরপুল এলাকা, সেন্ট্রাল রোড, ফ্রি স্কুল স্ট্রিট, এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
গ্যাস সরবরাহ বন্ধ রাখার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
শেখ রাসেল ক্রীড়া চক্রের কম্বল পেল মানিকগঞ্জের শীতার্তরা
নারিন -ডুপ্লেসি- মঈন কুমিল্লায়, গেইল বরিশালে
news24bd.tv/ তৌহিদ