চাটমোহরে শুভসংঘের শীতবস্ত্র বিতরণ
চাটমোহরে শুভসংঘের শীতবস্ত্র বিতরণ

শীতার্ত মানুষের মুখে স্বস্তির হাসি

চাটমোহরে শুভসংঘের শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক

দেশের সুনামধন্য শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের আর্থিক সহায়তায় চাটমোহর উপজেলা শুভসংঘের আয়োজনে পাঁচশো শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টায় চাটমোহর সরকারি ডিগ্রী কলেজে মাঠে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের তত্ত্বাবধানে এই অনুষ্ঠান পরিচালিত হয়।

শীতবস্ত্র কম্বল হাতে পেয়ে বৃদ্ধা আসমা খাতুন বলেন, এতো শীত গেলো কেউ আমাগারে একবারও খোঁজ নিলো না। আজ আমাক বাড়িত থেকে ডাকে আনে এই মানুষ গুলা একটা কম্বল দিলো।

এতো শীতের কষ্ট করতিছিলেম, আজ থেকে একটু হলেও শান্তিতে
ঘুমাতে পারবো। আর দোয়া করি যারা এই কম্বল দিলো আল্লাহ যেনো তাকে সুখে শান্তিতে রাখে।

হরিজন সম্প্রদায়ের রেখা রানী বলেন, এই কম্বলটা আমাগারে খুব উপকারে আসবে। আমার ছেলের বাবা অসুস্থ হয়ে বাড়িতে শয্যাসায়ী।

রাতে ঘুমানোর সময় শীতে সে খুব কষ্ট পায়। এই কম্বল তাকে দিবো। মানুষটার শীতের কষ্ট দুর হবিনি।

চাটমোহরে শীতবস্ত্র বিতরণ কালে সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারস সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব এলাহী বিশু, নিমাইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান খোকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাহ আলম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহাবুর রহমান চন্দন সহ আরো অনেকে।

আরও পড়ুন:


মিয়ানমার: লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় জাতিসংঘের তদন্তের আহ্বান

লঞ্চে আগুন: সুগন্ধা নদী থেকে আরও একজনের মরদেহ উদ্ধার

৫৩ ভোটে হার, দুই প্রার্থীর সমর্থকদের তুমুল সংঘর্ষ


এসময় কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু, উপদেষ্টা শাহীন রহমান, জেমান আসাদ, শুভসংঘ উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান সুজন, যুগ্ম সাধারন সম্পাদক সুমাইয়া আফরিন মৌ, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ সজিব, কোষাধ্যক্ষ জুয়েল রানা, সহ প্রচার প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান মুন্না, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনিছুর রহমান, কার্যকারী সদস্য রুহুল আমিন, নাজমুল হোসাইন, অমিত সরকার শাওন, কালাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

news24bd.tv/ নাজিম