মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট বিশাল সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে, রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন একথা বলেছেন। পার্সটুডে জানায়, এ অবস্থায় তিনি রাশিয়ার দিকে ন্যাটো বাহিনীর বিস্তৃতি না ঘটানোর জন্য পশ্চিমা সামরিক জোটকে হুঁশিয়ার করে দিয়েছেন।
মস্কোয় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত এবং সামরিক অ্যাটাশেদের উদ্দেশ্যে দেয়া এক ব্রিফিংয়ে সোমবার তিনি এই হুঁশিয়ারি বার্তা দেন। আলেকজান্ডার ফোমিন বলেন, রাশিয়া সীমান্তের কাছে ন্যাটো জোট উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে যা থেকে বড় রকমের সামরিক সংঘাত শুরু হতে পারে।
আরও পড়ুন:
চীনের সঙ্গে সামরিক হটলাইন স্থাপনে সম্মতি জানিয়েছে জাপান
আলেকজান্ডার ফোমিন আরও বলেন, সম্প্রতি ন্যাটো জোট সরাসরি কিছু উসকানিমূলক তৎপরতায় জড়িত রয়েছে যা সশস্ত্র সংঘাতের উচ্চ ঝুঁকি সৃষ্টি করেছে। এ সময় তিনি গত মে এবং জুন মাসে ইউক্রেন সীমান্তের কাছে অনুষ্ঠিত কয়েকটি সামরিক মহড়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, এ মহড়ায় আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের ৪০ হাজার সেনা অংশ নিয়েছিল।
news24bd.tv/এমি-জান্নাত