দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৭ হাজার ৬২৩ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। সোমবার (১২ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। মঙ্গলবার (১৩ মে) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬৭ হাজার ৬২৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৭ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৩ হাজার ৩৩৯ টাকা নির্ধারণ করা...
স্বর্ণের দামে আবারও পতন, ভরি কত?
প্রেস বিজ্ঞপ্তি

বিদেশে চিকিৎসার জন্য যে পরিমাণ ডলার নেওয়া যাবে
অনলাইন ডেস্ক

বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশিরা আগের চেয়ে অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা বা ডলার নিয়ে যেতে পারবেন। চিকিৎসার জন্য এখন থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার বহন করতে পারবেন। আগে যা ছিল ১০ হাজার ডলার পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে আজ সোমবার (১২ মে) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়- চিকিৎসা ব্যয়ের জন্য ছাড় করা অর্থ সরাসরি বিদেশের হাসপাতালের নামে পাঠানো যাবে, অথবা আন্তর্জাতিক প্রিপেইড, ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে বিদেশে খরচ করা যাবে। যদিও এই ১৫ হাজার ডলারের মধ্যে একজন সর্বোচ্চ পাঁচ হাজার ডলার পর্যন্ত নগদ (নোট আকারে) নিতে পারবেন। এ বিষয় বাংলাদেশ ব্যাংকের আগের অন্যান্য নিয়মগুলো আগের মতোই বহাল থাকবে বলে নির্দেশনায় বলা হয়েছে। আরও পড়ুন জানা গেল ঈদের ১৩ দিন...
রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের শ্রম সংস্কারের অগ্রগতি জানালেন লুৎফে সিদ্দিকী
অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়াবলির জন্য নিযুক্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং আইএলওসহ শীর্ষ পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকে গত আট মাসে শ্রম সংস্কারের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যতের রোডম্যাপ তুলে ধরেন। বৈঠকে কারিগরি বিশেষজ্ঞ ও শ্রম অধিকার বিষয়ে দক্ষ ব্যক্তিরাও অংশ নেন। লুৎফে গত জুলাই ২০২৪-এর পর প্রথমবারের মতো সরকারের সংস্কার কার্যক্রমের পূর্ণাঙ্গ সারসংক্ষেপ উপস্থাপন করেন। তিনি বলেন, গত আট মাসে আমরা নাটকীয় অগ্রগতি অর্জন করেছি। আইএলও রোডম্যাপ শুধু একটি নির্দেশিকা নয় এটি আমাদের প্রতিশ্রুতি। আমরা এটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য সময়, শক্তি ও সদিচ্ছা বিনিয়োগ করছি, প্রক্রিয়া ও...
সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম
অনলাইন ডেস্ক

সঞ্চয়পত্র কেনায় আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখানোর বাধ্যবাধকতা থাকছে না। বর্তমানে পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে আগের বছরের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) জমা দিতে হতো। এতে ভোগান্তিতে পড়েন সীমিত ও মধ্যম আয়ের মানুষ। আগামী অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র কেনায় পিএসআর দেখানোর বাধ্যবাধকতা তুলে দেওয়া হতে পারে কিংবা একটি নির্দিষ্ট পরিমাণ সঞ্চয়পত্র কেনার সীমা পর্যন্ত এই সুবিধা দেওয়া হতে পারে। বাজেটে বক্তৃতায় এই ঘোষণা আসতে পারে। ফলে আগের মতো শুধু কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদ জমা দিলেই চলবে। আগামী ২ জুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট ঘোষণা করা হবে। বাজেট ঘোষণা নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১৯ মে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে বৈঠক করবেন । এজন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর