কলকাতার মেয়র হিসেবে আবারো শপথ নিলেন ফিরহাদ হাকিম। মঙ্গলবার মেয়রের পাশাপাশি চেয়ারপার্সন ও মেয়র পরিষদের অন্যান্য সদস্যরাও শপথ নেন।
এরমধ্য দিয়ে দ্বিতীয় বার কলকাতার মেয়র হলেন ফিরহাদ। এর আগে ২০১৮ সালের নভেম্বরে শোভন চট্টোপাধ্যায় মেয়র পদ থেকে ইস্তফা দিলে, তৎকালীন পৌর ও নগরউন্নয়ন দায়িত্বে থাকা ফিরহাদকে কলকাতার মেয়রের দায়িত্ব দেন মমতা বন্দোপাধ্যায়।
আরও পড়ুন:
চীনের সঙ্গে সামরিক হটলাইন স্থাপনে সম্মতি জানিয়েছে জাপান
২০২১ সালের বিধানসভা নির্বাচনে চতুর্থ বারের জন্য জয়ী হয়ে রাজ্যের পরিবহণ ও আবাসন মন্ত্রীর দায়িত্বও পালন করেন ফিরহাদ হাকিম।
news24bd.tv/এমি-জান্নাত