আরাকান সড়কে অর্ধযুগের ভোগান্তি

বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়হীন উন্নয়ন কাজে দীর্ঘ ৬ বছর ধরে যানজট

আরাকান সড়কে অর্ধযুগের ভোগান্তি

শেখ জায়েদ, চট্টগ্রাম

বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়হীন উন্নয়ন কাজে দীর্ঘ ছয় বছর ধরে যানজট, ধুলোবালি ও কাঁদাপানির ভোগান্তিতে চট্টগ্রামের আরাকান সড়ক ব্যবহারকারীরা। কাজ শেষ পর্যায়ে আসলেও সড়কের একপাশ এখনো বন্ধ থাকায় যানজটে নাকাল যাত্রী ও চালকরা। দীর্ঘসময় ধরে কাজ চলায় ক্ষতিগ্রস্ত রাস্তার পাশের ব্যবসায়ীরাও। সিটি করপোরেশনের মেয়র বলছেন দ্রুত কাজ কথা বলেছেন সিডিএর সঙ্গে।

 

এটি চট্টগ্রামের আরাকান রোড। দক্ষিণ চট্টগ্রামের মানুষ এ সড়কটি দিয়েই বন্দরনগরীতে যাতায়াত করেন। সড়কটিতে কখনো ওয়াসা, কর্ণফুলী গ্যাস কখনো সিটি করপোরেশন আবার কখনো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ উন্নয়ন কাজ করছে। উন্নয়ন কাজ যেনো শেষ হবার নয়।

ফলশ্রুতি যানজট ভোগান্তি।

যানজট ভোগান্তি

বর্ষায় কাাঁদাপানি আর শীত মওসুমে ধুলোর যন্ত্রনা। আশপাশের দোকানপাট বা ব্যবসাপ্রতিষাঠানও গুটয়ে ফেলেছেন অনেকে।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, এমন সমন্বয়হীতা কোনোভাবেই কাম্য নয়।

চট্টগ্রামের আরাকান রোড

এই সড়কের একপাশ বন্ধ করে এখন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করছে সিডিএ। কাজ দ্রুত শেষ করতে তাগিদ দিয়েছেন বলে জানালেন মেয়র।


আরও পড়ুন:

চুয়াডাঙ্গায় ‘বিজিবির সোর্স’কে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা

খুলনায় কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক


শুধু আরাকান সড়কই নয় এমন দুর্বিষহ ভোগান্তিতে আছেন বিমানবন্দর থেকে আগ্রাবাদ হয়ে চট্টগ্রাম শহরে যাতায়াতকারীরাও।

news24bd.tv/ নাজিম