যত টাকায় বিক্রি হল ১০ মণ ওজনের শাপলাপাতা মাছ

১০ মণ ওজনের শাপলাপাতা

যত টাকায় বিক্রি হল ১০ মণ ওজনের শাপলাপাতা মাছ

অনলাইন ডেস্ক

জেলের জালে ধরা পড়া ১০ মণ ওজনের শাপলাপাতা মাছ পটুয়াখালীর কলাপাড়ার আলীপুর মৎস্যঘাটে বিক্রি হয়েছে। বিশাল এই মাছে সঙ্গে আরও ৪টি শাপলাপাতা মাছ বিক্রি করা হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কয়েকজন জেলে মাছগুলো বিক্রি করতে নিয়ে আসেন। ১০ মণ ওজনের ওই শাপলাপাতা মাছটি ৬৫ হাজার টাকায় আর ছোট চারটি শাপলাপাতা ১৩ হাজার টাকায় কিনে নেন স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী।

স্থানীয় জেলেরা জানান, বাঁশখালী থেকে দুপুর ১টার দিকে নামবিহীন একটি ট্রলারে জেলেরা মাছগুলো আলীপুরে নিয়ে আসেন।

আলীপুর মৎস্যঘাটের আড়তদার ইউসুফ কোম্পানি গণমাধ্যমকে বলেন, এ এলাকার কিছু মানুষ আগে শাপলাপাতা মাছ খেতো। মাছটি বেশ সুস্বাদু। শাপলাপাতা মাছটি সরকার অবৈধ ঘোষণা করায় কোনো জেলে এ মাছ ধরতে কোনো জাল বা বড়শি তৈরি করে না।

তবে মাঝে মাঝে অন্য মাছ ধরার জালে আটকে গেলে জেলেরা বিক্রির জন্য নিয়ে আসেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে শাপলাপাতা মাছ শিকার নিষিদ্ধ। এটাকে বন বিভাগ নিয়ন্ত্রণ করছে। তবে জেলেরা এখন শাপলাপাতা মাছ ধরার জন্য জাল বা বড়শি তৈরি করছে না। যদি অন্য মাছ ধরার জালে আটকে যায় তখন জেলেরা সেটাকে বিক্রি করার চেষ্টা করে। আমাদের সচেতনতামূলক প্রচার চলমান। যদি কোনো জেলে উদ্দেশ্যমূলকভাবে শাপলাপাতা মাছ ধরে তার ব্যাপারে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন


বসুন্ধরায় ঢাকা ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধন

news24bd.tv এসএম