লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

গ্রেপ্তার শ্রী লুবিন বাস্কে

লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

নওগাঁর ধামইরহাটে কথা কাটাকাটির সময় স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত আদিবাসী নারীর নাম শ্রীমতি মালতি কিস্কু (৫৫)। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত ভেড়ম সোনাদিঘী আদিবাসী পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনার দিন ওই আদিবাসী পাড়ায় পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা তৈরি হয় শ্রী লুবিন বাস্কে (৬০) এবং তার স্ত্রী শ্রীমতি মালতি কিস্কুর মাঝে। একপর্যায়ে উত্তেজিত হয়ে স্বামী শ্রী লুবিন বাস্কে তার হাতে থাকা লাঠি দিয়ে স্ত্রী শ্রী মালতি কিস্কুর মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর সে ঘটনাস্থলেই মারা যান। পরে আসামির ভাইয়ের স্ত্রী শ্রীমতি শ্যামলী মুরমু ওই রাতে থানায় মামলা দায়ের করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান। আসামিকে গ্রেপ্তার করে বুধবার জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন


যত টাকায় বিক্রি হল ১০ মণ ওজনের শাপলাপাতা মাছ

news24bd.tv এসএম