লঞ্চে আগুন: পুরস্কৃত করা হল সেই ট্রলারচালকে

পুরস্কার দেয়া হয়েছে ট্রলারচালক মিলন খানকে

লঞ্চে আগুন: পুরস্কৃত করা হল সেই ট্রলারচালকে

অনলাইন ডেস্ক

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের পর বাঁচার জন্য অনেকেই নদীতে ঝাঁপ দেয়। এসময় ট্রলারে করে বিনা ভাড়ায় প্রায় ৩০০ মানুষকে পারাপার করেন ট্রলারচালক মিলন খান। তার সেই কষ্টের প্রতিদান সরূপ তাকে নগদ অর্থ পুরস্কার দিয়েছে জেলা পুলিশ।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে পুরস্কার হিসেবে তাকে নগদ পাঁচ হাজার টাকা দেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

মিলন খান বলেন, লঞ্চে আগুনের ঘটনা দেখে প্রায় তিনশ যাত্রীকে উদ্ধারে কাজ করেছেন তিনি। বিপদগ্রস্ত যাত্রীদের বিনা ভাড়ায় নিরাপদে তীরে পৌঁছে দিয়েছেন। এজন্য অনেকেই তাকে এখন ধন্যবাদ জানাচ্ছে।

ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, মিলন খান যে কাজটি করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।

আমি বিষয়টি জেনেছি। আগুনের খবর পেয়ে তিনি নিজের ট্রলার নিয়ে বিনা ভাড়ায় মানুষকে পারাপার করেছেন। আমি জেলা পুলিশের পক্ষ থেকে তাকে সামান্য শুভেচ্ছা উপহার দিয়েছি।

আরও পড়ুন


বগুড়ায় চলন্ত বাস থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

news24bd.tv এসএম