আমৃত্যু কারাদণ্ড শুনে বিচারককে জুতা নিক্ষেপ ধর্ষকের!

ফাইল ছবি

আমৃত্যু কারাদণ্ড শুনে বিচারককে জুতা নিক্ষেপ ধর্ষকের!

অনলাইন ডেস্ক

ধর্ষণের এক মামলায় অভিযুক্ত এক আসামীকে আমৃত্যু কারাদণ্ডের রায় দেয় আদালত। আদালতের রায়ে শুনেই বিচারকের দিকে জুতা ছুড়ে মারেন আসামী ২৭ বছর বয়সী সুজিত সাকেত। মামলা ‍সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যায় অভিযুক্ত হয়েছিলেন ওই ব্যক্তি। খবর এনডিটিভি।

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।  

বুধবার সুরাটের একটি আদালত ২৭ বছর বয়সী সুজিত সাকেত নামের ওই ব্যক্তিকে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে এ দণ্ড দেন।  

এদিন বিচারক পি.এস. কালা এই রায় ঘোষণার পর ওই ব্যক্তি রেগে যান। রায় শোনানোর পরপরই তিনি বিচারকের দিকে নিজের জুতা ছুড়ে মারেন।

কিন্তু ওই জুতা বিচারক পর্যন্ত পৌঁছানোর আগেই উইটনেস বক্সের কাছে পড়ে যায়।

আরও পড়ুন: স্ত্রীকে ছাত্রাবাসে নেন তারেক, ধর্ষণ করেন আটজন

রায়ের বিষয়ে সরকারি আইনজীবী বলেন, ভুক্তভোগী শিশু একজন পরিযায়ী শ্রমিকের মেয়ে। ওই শিশু মেয়েটিকে একা পেয়ে চকলেট দেয়ার নাম করে অপহরণ করে সুজিত। শিশুটিকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে সুজিত। এরপর তাকে শ্বাসরোধ করে হত্যা করে সে। ২৬ জনের সাক্ষ্য শেষে আদালত ওই ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দেন। রায় শুনে আসামী আদালতে প্রকাশ্য বিচারককে উদ্দেশ্য করে  জুতা নিক্ষেপ করে।

news24bd.tv/আলী