ছেলেদের চেয়ে জিপিএ ৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

ফাইল ছবি

ছেলেদের চেয়ে জিপিএ ৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

অনলাইন ডেস্ক

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে এবার ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ার দিক থেকে এবং পাসের হারেও মেয়েরা এগিয়ে আছে। এবার এক লাখ ৩৫ হাজার ৭৮ জন মেয়ে শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে, আর ৭৯ হাজার ৭৬২ জন ছেলে পেয়েছে জিপিএ ৫।

দেশে এবার এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন।

এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। মোট ছেলে পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন।

আর মেয়ে পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন।

উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন। এবার মেয়েদের পাসের হার ৯৪.৫০ শতাংশ। ছেলেদের পাসের ৯২.৬৯ শতাংশ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন। সেখানে তিনি শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণ উদ্বোধনের পর এ ফল প্রকাশ করেন।

আরও পড়ুন


অকৃতকার্যদের ভালোভাবে পড়াশুনা করতে হবে: প্রধানমন্ত্রী

news24bd.tv এসএম