বরিশাল বোর্ডে পাশের হার ৯০ দশমিক ১৯ শতাংশ  

খুশি শিক্ষার্থীরা

বরিশাল বোর্ডে পাশের হার ৯০ দশমিক ১৯ শতাংশ  

রাহাত খান, বরিশাল

বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি’তে পাশের হার ৯০ দশমিক ১৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২শ’ ১৯ জন। গত মধ্য নভেম্বরে অনুষ্ঠিত ৩ বিষয়ের লিখিত পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এই ফল ঘোষণা করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে বরিশাল শিক্ষা বোর্ডের হলরুমে পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন এই ফলাফল ঘোষণা করেন।

অটোপাশের চেয়ে মেধা যাচাইয়ে উত্তীর্ণ হতে পেরে খুশী শিক্ষার্থীরা। তবে সবগুলো বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলে ফলাফল আরও ভালো হতো বলে মনে করেন তারা।  

করোনা মহামারীর কারণে ২০২০ সালে হয়নি এসএসসি পরীক্ষা। জেএসসি’র (জুনিয়র স্কুল সার্টিফিকেট) ফলের উপর ভিত্তি করে তাদের দেয়া হয় অটোপ্রমোশন।

কিন্তু এতে সত্যিকারের মেধা যাচাই না হওয়ায় সমালোচনা হয়। প্রাদুর্ভাব না কাটলেও এবার এসএসসি’তে সংক্ষিপ্ত পরিসরে ৩ বিষয়ে লিখিত পরীক্ষা নেয়া হয়। উত্তরপত্র মূল্যায়নের পাশাপাশি জেএসসি ফল বিবেচনায় আজ ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করে বোর্ড কর্তৃপক্ষ।

আরও পড়ুন


যারা হাজারীর সম্পদের উত্তরাধিকারী হবেন


এবার বরিশাল বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১ লাখ ১৫ হাজার ৭৩ জন ফরম পূরণ করলেও ১৭৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১৩ হাজার ৬ জন। এর মধ্যে মোট ১ লাখ ১ হাজার ৯শ’ ১৭জন পাশ করে।  

news24bd.tv রিমু