রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া মানবাধিকারের বিজয়: ইউএনএইচসিআর

সংগৃহীত ছবি

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া মানবাধিকারের বিজয়: ইউএনএইচসিআর

অনলাইন ডেস্ক

১২০ রোহিঙ্গাকে আশ্রয় দিতে রাজি হয়েছে ইন্দোনেশিয়া। টানা কয়েকদিন সমুদ্রে ভেসে থাকা এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ক্রমাগত অনুরোধের পর তাদের তীরে নামার অনুমতি দিয়েছে জাকার্তা। খবর রয়টার্সের।  

গতকাল বুধবার ইন্দোনেশিয়ার নিরাপত্তা মন্ত্রণালয়ের কর্মকর্তা আর্মড বিজয়া এক বিবৃতিতে বলেছেন, ইন্দোনেশিয়া জাতিসংঘের শরণার্থী সনদে স্বাক্ষরকারী দেশ নয়।

মানবতার খাতিরে ইন্দোনেশীয় সরকার এসব রোহিঙ্গাদের আশ্রয় দিতে রাজি হয়েছে। তবে তাদের স্থায়ীভাবে আশ্রয় দেওয়া হবে না বলে জানায় জার্কার্তা।

এদিকে, এটিকে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের বিজয় হিসেবে দেখছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর।

আরও পড়ুন:


আন্তর্জতিক ক্রিকেটে অবসরের ঘোষণা রস টেইলরের


গত রোববার ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা দ্বীপের বিরুয়েন উপকূলে রোহিঙ্গাভর্তি একটি নৌকা ভাসতে দেখেন স্থানীয় জেলেরা।

যেখানে বেশিরভাগই ছিলো নারী ও শিশু আরোহী। তবুও তাদের তীরে নামার অনুমতি দিচ্ছিল না ইন্দোনেশিয়া সরকার। বরং আশ্রয়প্রার্থীদের আবারও ফিরে যেতে চাপ দিচ্ছিল তারা।

সূত্র: রয়টার্স, আল-জাজিরা 

news24bd.tv রিমু