জম্মু-কাশ্মিরে পৃথক বন্দুকযুদ্ধে ৬ জন নিহত 

সংগৃহীত ছবি

জম্মু-কাশ্মিরে পৃথক বন্দুকযুদ্ধে ৬ জন নিহত 

অনলাইন ডেস্ক

জম্মু-কাশ্মিরে নিরাপত্তার বাহিনীর সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে দুই পাকিস্তানিসহ ৬ জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় কুলগাম ওবং অন্তনাগে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

এমন সংবাদ প্রকাশ করেছে এনডিটিভি। নিহতদের সন্ত্রাসী বলে দাবি করছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

জানানো হয়, নিহতরা পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহাম্মদের সদস্য। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের ঘটনাকে বড় সাফল্য হিসেবে দেখছে কাশ্মির পুলিশ ।

আরও পড়ুন

আগামী বছরের সংক্ষিপ্ত সিলেবাসে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

পুলিশ আরও জানিয়েছে, নিহত ছয়জনের মধ্যে ৪ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ২ জন পাকিস্তানি এবং ২জন স্থানীয় সন্ত্রাসী।

বাকি ২ জনের পরিচয় জানার চেষ্টা চলছে। ইংরেজি নববর্ষের আগে বড়সড় নাশকতার পরিকল্পনা ছিল ধারণা তাদের।

 news24bd.tv/এমি-জান্নাত