ভারতের প্রধানমন্ত্রীর মার্সিডিজ-মেবাখ নিয়ে তুমুল আলোচনা 

সংগৃহীত ছবি

ভারতের প্রধানমন্ত্রীর মার্সিডিজ-মেবাখ নিয়ে তুমুল আলোচনা 

অনলাইন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য কেনা নতুন মার্সিডিজ-মেবাখ এস ৬৫০ গার্ড গাড়ি নিয়ে ভারতে তুমুল আলোচনা শুরু হয়েছে। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে গাড়িটির দাম ১২ কোটি রুপি বলে উল্লেখ করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের বলছে, বিশ্বজুড়ে ভিআইপিদের ব্যবহৃত শীর্ষ গাড়ি গুলোর একটি মেবাখ। এটি বুলেট প্রুফ এবং বিস্ফোরকরোধী।

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ৩৬০ ডিগ্রি নিরাপত্তার জন্য সর্বোচ্চ সনদ রয়েছে এটির।

আরও পড়ুন

মেক্সিকোতে বন্দুক হামলায় শিশুসহ অন্তত ৮ জন নিহত

জম্মু-কাশ্মিরে পৃথক বন্দুকযুদ্ধে ৬ জন নিহত 

গাড়িটি ৫.৪৫ মিটার দীর্ঘ, হুইলবেজ ৩.৩৬ মিটার। এতে গ্যাস হামলার মতো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। এমন জরুরি পরিস্থিতিতে আরোহীদের সুরক্ষার জন্য নির্মল বায়ু ব্যবস্থা সক্রিয় করা যাবে।

চাকা পাংচার বা ক্ষতিগ্রস্ত হলেও গাড়িটি চলতে পারবে। মোদি এর আগে রেঞ্জ রোভার ভগ, টয়োটা ল্যান্ড ক্রুজার ও একটি বিএমডব্লিড কার ব্যবহার করেছেন।

news24bd.tv/এমি-জান্নাত