খুবিতে র‌্যাগিংয়ের দায়ে ৫ শিক্ষার্থীর শাস্তি

খুলনা বিশ্ববিদ্যালয়

খুবিতে র‌্যাগিংয়ের দায়ে ৫ শিক্ষার্থীর শাস্তি

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে জুনিয়র শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনায় ইংরেজি বিভাগের পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা বোর্ড।  

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ও ছাত্র শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব প্রফেসর মো. শরীফ হাসান লিমন এ তথ্য জানান।  

জানা যায়, ইংরেজি বিভাগের শিক্ষার্থী মশিউর রহমান রাজা ও রাজবর্মন বিধানকে চূড়ান্ত পরীক্ষার ফলাফলের তারিখ থেকে ছয় মাস সার্টিফিকেট স্থগিত ও একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

আরও পড়ুন: এসএসসিতে অকৃতকার্য, স্কুল ছাত্রীর আত্মহত্যা

মিনহাজ উর রহমান ও সাবেরুল বাশার নিরবকে ঘটনার সময় উপস্থিত থেকে উস্কানি দেয়ার অভিযোগে ছয় মাস সার্টিফিকেট স্থগিত এবং আরেক শিক্ষার্থী ফাহাদ রহমান অঝোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিয়মানুযায়ী একাডেমিক কাউন্সিলে আপিল করতে পারবেন সাজাপ্রাপ্ত শিক্ষার্থীরা।

খুবি ছাত্র বিষয়ক পরিচালক ও শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব মো. শরীফ হাসান লিমন জানান, ২০২০ সালে ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে কয়েকজন শিক্ষার্থীকে রাতভর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। নির্যাতিত শিক্ষার্থীরা বিচার চেয়ে আবেদন করেন।  

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি এর সত্যতা পায়।

কিন্তু করোনার কারণে দীর্ঘ সময় ক্যাম্পাস বন্ধ ও উপাচার্য পদটি শূন্য থাকায় শৃঙ্খলা বোর্ডে শাস্তি প্রদানে বিলম্ব হয়।  

news24bd.tv/ কামরুল