মেঘনা সিমেন্টের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

মেঘনা সিমেন্টের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

অনলাইন ডেস্ক

শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা বসুন্ধরা গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড।

২০২০-২০২১ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করা হয়।

আজ বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হওয়া কম্পানিটির ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই সিদ্ধান্ত নেওয়া হয়। কভিড-১৯ প্রতিকূলতা সত্ত্বেও শেয়ারহোল্ডাররা নগদ শেয়ার লভ্যাংশ ও বোনাস শেয়ারের ঘোষণাকে কম্পানির সাফল্যের ইতিবাচক প্রতিফলন বলে মন্তব্য করেন এবং সন্তোষ প্রকাশ করেন।

কম্পানির ঊর্ধ্বতন উপদেষ্টা এ আর রশীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নিরপেক্ষ পরিচালক মো. নূরুল করিম, ডিএমডি একেএম মাহবুব-উজ-জামান, উপদেষ্টা ও ট্রেজারার ময়নাল হোসেন চৌধুরী, সিওও মো. ফখরুদ্দিন, সিএফও পিজিরুল আলম খান, এইচওডিএইচআর অ্যান্ড অ্যাডমিন আনিছুজ্জামান ও কম্পানি সেক্রেটারি শাহরিয়ার মোল্লাহ প্রমূখ। এ সময় উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

কম্পানির সিওও মো. ফখরুদ্দিন বলেন, ‘২০২০-২০২১ অর্থবছরে আমাদের দেশে দৈনিক গড় সিমেন্টের ব্যবহার হয় এক লাখ ৬৩৮ মেট্রিক টন। তার মধ্যে মেঘনা সিমেন্টের অবদান ছিল তিন হাজার ৫৮০ মেট্রিক টন।

আমরা গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে ৩৭.০২ শতাংশ বেশি সিমেন্ট বিক্রি করতে সক্ষম হয়েছি। রিপোর্টিং বছরে আমাদের প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার দাঁড়িয়েছে ৯৬৪.৬৮ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ১৯১.১৩ কোটি টাকা বেশি। ’

এ আর রশিদী বলেন, ‘মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড সকল সময় শেয়ারহোল্ডারদের স্বার্থকে প্রাধান্য দিয়েছে, ভবিষ্যতে এর ধারাবাহিকাত বজায় থাকবে। লভ্যাংশ বাড়ানোর বিষয়টি সব সময় টানওভার এবং নেট লভ্যাংশ সংশ্লিষ্ট বিষয়। যেহেতু করোনাকালীন সময় আমরা ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার দিয়েছি। ভবিষ্যতে আমরা আমাদের শেয়ারহোল্ডারদের আরো বেশি লভ্যাংশ দিতে পারবো বলে বিশ্বাস করি। ’

তিনি বলেন, ‘উৎপাদন ক্ষমতাকে পরিপূর্ণভাবে ব্যবহার করে প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করে শেয়ারহোল্ডারদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট বৃদ্ধি করার লক্ষ্যে বীর সিমেন্ট নামে নতুন এক আধুনিক সিমেন্ট গ্রাহক সমাজকে পরিচয় করে দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালকমন্ডলীগণ। ’

আরও পড়ুন:

বসুন্ধরার কম্বল পেয়ে বৃদ্ধ বললেন, ‘আল্লাহ তাগেরে বাঁচায় রাখুক’

news24bd.tv/  তৌহিদ