যুক্তরাষ্ট্রকে অনুসরণ করবে না অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ।

যুক্তরাষ্ট্রকে অনুসরণ করবে না অস্ট্রেলিয়া

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে ইসরাইলের তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেবে না অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ এ কথা জানিয়েছেন।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। এটা ভুল সিদ্ধান্ত তাই।

বর্ণবাদী ইসরাইলের পাশাপাশি অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লিবারেল পার্টির কয়েক জন নেতা দূতাবাস জেরুজালেমে নিয়ে যাওয়ার আহ্বান জানানোর পর এ খবর প্রকাশিত হলো।  

দৈনিক গার্ডিয়ানকে জুলি বিশপ বলেছেন, জেরুজালেমের বিষয়ে আমাদের অবস্থান চূড়ান্ত এবং এর কোনো পরিবর্তন হবে না। একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান।

গত ১৪ মে মার্কিন সরকার সব ধরনের আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করে তাদের দূতাবাস মুসলিম ভূখণ্ড বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) স্থানান্তর করেছে।

সেদিন এর প্রতিবাদে গাজায় যে বিক্ষোভ হয় তাতে ইসরাইলি সেনাদের হামলায় ৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হন।


(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর