অস্ত্রসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন

আটককৃতরা

অস্ত্রসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন

অনলাইন ডেস্ক

অভিযান চালিয়ে কক্সবাজার টেকনাফের হ্নীলা আলীখালী ২৫নং রোহিঙ্গা ক্যাম্প থেকে দুজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় অস্ত্র ও দুটি তাজা কার্তুজ।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- আব্দুল আমিন (২৬) ও মোহাম্মদ আয়াছ (২৯)।

তারা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।  

বিষয়টি নিশ্চিত করেছেন আলীখালী ১৬ এপিবিএন পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসার সুখেন্দ্র সরকার।  

এসময় তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ক্যাম্প-২৫ ব্লক ডি/২৪ জামাই বাজারের উত্তর পাশে দুদু মিয়ার বাড়ির সামনে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে তাদের তল্লাশি করে একটি অস্ত্র ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।  

আরও পড়ুন


চমক দেখালেন হান্নান, ৫৪ বছর বয়সে এসএসসি পাস

news24bd.tv এসএম