পদ্মা সেতুতে হাঁটলেন প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন বোনও

সংগৃহীত ছবি

পদ্মা সেতুতে হাঁটলেন প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন বোনও

অনলাইন ডেস্ক

২০২২ সালের জুনের মধ্যে পদ্মা সেতু খুলে দেওয়া সম্ভাবনা রয়েছে। তাই পদ্মা সেতু দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সঙ্গে ছিল ছোট বোন শেখ রেহানাও ।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে স্বপ্নের পদ্মা সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত হেঁটে দেখেছেন দুই বোন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, প্রধানমন্ত্রী পদ্মা সেতুতে নেমে ১৬৫০ মিটার পথ হাঁটেন। এরপর জাজিরা প্রান্তে সেতুর সার্ভিস এরিয়ায় বোনকে নিয়ে সকালের নাস্তা করেন। পরিদর্শন শেষে ফের রাজধানীর উদ্দেশে রওনা হন।

আরও পড়ুন করোনার টিকা নিয়ে স্কুল ছাত্রীর মৃত্যুর অভিযোগ

এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকায় ফেরার সময় আকাশ পথে পদ্মা সেতু দেখেছিলেন প্রধানমন্ত্রী।

সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
news24bd.tv/ কামরুল