রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে আজ সকাল পর্যন্ত এ অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
পুলিশ বলছে, মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার ৫৯১ পিস ইয়াবা, ৪ কেজি ১৩৫ গ্রাম ২৫০ গাঁজা, ১৩৮ গ্রাম ১৫৫ হেরোইন ও ১২৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আরও পড়ুন:
সিরাজগঞ্জে বাস উল্টে অটোভ্যানের ওপর, নিহত ৪
চরম ব্যর্থতাই বিএনপির একমাত্র প্রাপ্তি: ওবায়দুল কাদের
মাদারীপুরে দ্রুতগামী বাসের ধাক্কায় যুবক নিহত, বাসে আগুন
৮ জানুয়ারি থেকে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু
শুক্রবার (৩১ ডিসেম্বর) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা হয়েছে।