বগুড়ার কাহালুতে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আজমল হোসেন (২৬) ও শাহিনুর রহমান (২৮) নামে দুজন নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কাহালু থানার শেখাহারে দুর্ঘটনা ঘটে বলে জানান কাহালু থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন।
নিহতরা হচ্ছেন- কাহালু থানার পিলকুঞ্জ তিনদিঘী গ্রামের ধলু প্রাং এর ছেলে আজমল হোসেন (২৬) ও বগুড়া সদরের ঘোড়াধাপ গ্রামের মকবুল হোসেনের ছেলে শাহিনুর রহমান (২৮)।
জানা গেছে, আজমল ও শাহিনুর একে অপরের বন্ধু।
এতে মোটরসাইকেলসহ দুজন বাসের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলে চালক আজমল মারা যান। গুরুতর আহত অবস্থায় শাহীনুরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
স্বর্ণের দোকানে চুরি: আইজিপিকে বাজুস সভাপতির চিঠি
মেঘনা সিমেন্টের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
টানা ৪র্থ বার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল বসুন্ধরা টিস্যু
পরপর দুইবার বেস্ট-ব্র্যান্ড অ্যাওয়ার্ড স্বীকৃতি পেলো বসুন্ধরা এলপি গ্যাস
বসুন্ধরা গ্রুপের কম্বল পেল ‘শিশু পরিবারের’ শিশুরা
news24bd.tv/ তৌহিদ