ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতিকের প্রার্থী ও সতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জন।
শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে কাতলাগাড়ী বাজারে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও স্বতন্ত্র প্রার্থী জুলফিকার কাইছার টিপুর দুই সমর্থকের মধ্যে তর্কবিতর্ক হয়।
এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হারান বিশ্বাস নামে নৌকা সমর্থকের একজনকে মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে বিপুল সংখ্যক পুলিশ মাঠে রয়েছে।
শৈলকূপা উপজেলার ১২টি ইউপিতে আগামী ৫জানুয়ারি ৫ম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
স্বর্ণের দোকানে চুরি: আইজিপিকে বাজুস সভাপতির চিঠি
মেঘনা সিমেন্টের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
টানা ৪র্থ বার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল বসুন্ধরা টিস্যু
পরপর দুইবার বেস্ট-ব্র্যান্ড অ্যাওয়ার্ড স্বীকৃতি পেলো বসুন্ধরা এলপি গ্যাস
বসুন্ধরা গ্রুপের কম্বল পেল ‘শিশু পরিবারের’ শিশুরা
news24bd.tv/ তৌহিদ