আতশবাজিতো নয় যেন যুদ্ধ লেগেছিলো গতরাতে!

মাইদুর রহমান রুমেন

আতশবাজিতো নয় যেন যুদ্ধ লেগেছিলো গতরাতে!

মাইদুর রহমান রুমেন

ফানুস উড়াতে গিয়ে রাজধানীর ১০ জায়গায় আগুন লাগিয়ে দিয়েছে বেকুব মানুষ। বদমায়েশগুলোর কারণে, থার্টি ফাস্ট নাইটে সবচেয়ে কষ্টে কেটেছে ফায়ার সার্ভিস কর্মীদের রজনী। আগুন নেভাতে নেভাতে রাত পার করেছে তারা। উৎসব ছুতে পারেনি তাদের।

আচ্ছা ফানুসে আগুন না লাগালে কি পুরনো বছর বিদায় নেবে না? নতুন বছর কি আসবে না? তবে কেন আগুন? আমি তো দেখেছি নতুন বছর ১ বছরের বেশি টেকে না, চলে যায়।

আতশবাজিতো নয় যেন যুদ্ধ লেগেছিলো গতরাতে। সন্ধ্যা থেকে ১২টা অবদি ফুটেছে বিরামহীনভাবে। বয়স্ক আর বাচ্চারা আতঙ্ক নিয়ে পার করে ভয়ংকর এ রজনী।

নির্দিষ্ট স্থানে পালন করার ব্যবস্থা করা হোক এসব পাগলা উৎসব। না হয় বন্ধ করা হোক আতশবাজি আর ফানুসের মহড়া। নতুন বছরে নিরাপদ হোক মানব জনম।

(সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

আরও পড়ুন


উৎসবের আগুনে যার ক্ষতি হয়েছে সেই বুঝেন কতটা কষ্ট!

news24bd.tv এসএম