নববর্ষের ভাষণে চীনকে সতর্ক করলেন তাইওয়ানের প্রেসিডেন্ট

ছবি : রয়টার্স

নববর্ষের ভাষণে চীনকে সতর্ক করলেন তাইওয়ানের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

ইংরেজি নববর্ষের ভাষণে চীনকে সতর্ক করলেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। সেখানে চীনের সামরিক দুঃসাহসিকতা নিয়ে সতর্ক করেন তিনি।

বলেন, সামরিক সংঘাত কখনো কোন সংকটের সমাধান হতে পারে না। সংঘর্ষের মাধ্যমে উভয় পাশেরই অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলবে।

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্ব বেইজিং-তাইপের বলেও মন্তব্য করেন তিনি। তবে তাইওয়ান কখনো চীনের চাপে নতি স্বীকার করবে না বলেও ফের সতর্ক করেন  প্রেসিডেন্ট সাই ইং ওয়েন।

আরও পড়ুন:

সুদানে আরও চার বিক্ষোভকারী নিহত

এছাড়াও চীনের প্রশাসনিক অঞ্চল হংকং এর প্রসঙ্গও টানেন তিনি। জানান, হংকং-এর আইনসভা নির্বাচন এবং গণতন্ত্রপন্থি জ্যেষ্ঠ নেতাদের গ্রেফতারের বিষয়টি পর্যবেক্ষণ করছে তাইওয়ান।

বাকস্বাধীনতা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে সেখানকার জনগণ উদ্বিগ বলেও উল্লেখ করেন তাইওয়ানের প্রেসিডেন্ট । সম্প্রতি তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে রেকর্ডসংখ্যক যুদ্ধবিমান অনুপ্রবেশ করে। এতে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

news24bd.tv/এমি-জান্নাত