যুক্তরাষ্ট্রে একদিনে আড়াই হাজারের বেশি ফ্লাইট বাতিল

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে একদিনে আড়াই হাজারের বেশি ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও দুর্যোগপূর্ণ আবহাওয়া নাজুক অবস্থার সৃষ্টি করেছে। শনিবার দেশটিতে আড়াই হাজারের বেশি  ফ্লাইট বাতিল করা হয়েছে।  

এ দিন সারা বিশ্বে ৪ হাজার ৪০০ ফ্লাইট বাতিল করা হয়, যার মধ্যে যুক্তরাষ্ট্রের ফ্লাইটই আড়াই হাজারের বেশি।

প্রতিবেদনে বলা হয়, কোভিড চুক্তির আওতায় কর্মীদের কোয়ারেন্টিন নিয়ে একরকম যুদ্ধ করতে হচ্ছে এয়ারলাইন্সের।

এর সঙ্গে যোগ হয়েছে দেশটির মধ্যভাগের প্রবল তুষারপাত।

এদিকে ভারতে বাড়ছে সংক্রমণ। একদিনে দেশটিতে ২৬ হাজার রোগী শনাক্ত হয়েছে। গেল ছয় দিনে দৈনিক আক্রান্তের সংখ্যায় ১০ গুণ বেশি বৃদ্ধি দেখা গেছে পশ্চিমবঙ্গে।

আরও পড়ুন:


রাজধানীতে মোটরসাইকেল আরোহীর মৃত্যু


এছাড়া দিল্লিসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্বেগ বেড়েছে।

গত ২৪ ডিসেম্বর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১২ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সূত্র: বিবিসি

news24bd.tv রিমু