ঢাকাসহ দেশের যেসব এলাকায় বাড়বে শীত

সংগৃহীত ছবি

ঢাকাসহ দেশের যেসব এলাকায় বাড়বে শীত

অনলাইন ডেস্ক

নতুন বছরের প্রথমদিন শুরু হলো শৈত্যপ্রবাহ দিয়ে। নতুন বছরের চলতি মাসে থার্মোমিটারের পারদ নেমে ৪ ডিগ্রির ঘরে ঠেকতে পারে। এছাড়া সোমবার নাগাদ রাতের তাপমাত্রা আরও হ্রাস পাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আগামী কয়েক দিন শীতের তীব্রতা বাড়তে পারে।

এদিকে মৌলভীবাজার ও পঞ্চগড়ে 
ইতিমধ্যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এছাড়া যশোর–চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলাগুলোতে শৈত্যপ্রবাহ শুরু হয়ে যেতে পারে।

আরও পড়ুন: 

 

চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ২৭ হাজার মানুষকে খাওয়ালেন বিরিয়ানি


আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বাংলাদেশের আকাশ থেকে মেঘ সরে গেছে। ফলে দিনে রোদ বাড়তে শুরু করেছে।

আর রাতে তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী কয়েক দিন ধারাবাহিকভাবে শীত বাড়তে পারে। শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে।

এদিকে দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে বলা হয়, জানুয়ারি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশে দুই থেকে তিনটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

news24bd.tv রিমু