তৃতীয় দিনে ভালো অবস্থানে বাংলাদেশ

সংগৃহীত ছবি

তৃতীয় দিনে ভালো অবস্থানে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিনে এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে বাংলাদেশ। ৪ উইকেট খুইয়ে বাংলাদেশের সংগ্রহ ২৯২ রান।

বাংলাদেশ দিন শুরু করে ২ উইকেটে ১৭৫ রান নিয়ে। শুরুতে থেকেই কিছুটা নড়বড়ে দেখা যায় ব্যাটসম্যানদের।

৭০ রানে দিন শুরু করে মাহমুদুল আউট হন ৭৮ রানে। এরপর অভিজ্ঞ মুশফিক বিদায় নেন ৫৩ বলে মাত্র ১২ করে।

তবে এই মূহুর্তে অধিনায়কের দ্বায়িত্বতা ভালোই পালন করছেন মমিনুল। আগ্রাসী ব্যাটিংয়ে তুলে নিয়েছেন অর্ধশতক।

আর তাকে ভালোই সঙ্গ দেওয়া লিটন দাসও পূরণ করেছেন অর্ধশতক। স্ট্রেইট ড্রাইভ কিংবা কাভার ড্রাইভে, প্রতি বাউন্ডারিতেই মুগ্ধ করছেন দর্শকদের।

আরও পড়ুন:


আজ সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকী


এদিকে গত দিনের মত আজও বেশ ভালো ফর্মে আছে ওয়েঙ্গারের বোলিং।

এর আগে প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট হয় স্বাগতিক নিউজিল্যান্ড।

news24bd.tv রিমু