ব্রাজিলের নেতৃত্বে মার্সেলো

ব্রাজিলের নেতৃত্বে মার্সেলো

ক্রীড়া ডেস্ক

দলে স্থায়ী কোনো অধিনায়কের ওপর ভরসা রাখেননি ব্রাজিল কোচ তিতে। তাই এবারের বিশ্বকাপে ‘ক্যাপ্টেন্সি রোটেশন’ নীতিতে পরিকল্পনা সাজিয়েছেন তিনি।  

রাত ১২টায় সুইজারল্যান্ড ম্যাচ দিয়ে ‘হেক্সা মিশন’ শুরু করতে যাচ্ছে সেলেসাওরা। আর এ ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নেদের নেতৃত্বভার তুলে দেয়া হয়েছে রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলোর কাঁধে।

অধিনায়ক হিসেবে মার্সেলোর এটি দ্বিতীয় ম্যাচ।  

অস্ট্রিয়ার বিপক্ষে ব্রাজিলের সর্বশেষ ম্যাচে দলনেতার ভূমিকায় ছিলেন মিরান্ডা।  

বৃহৎ মঞ্চে এমন গুরুদায়িত্ব পেয়ে মার্সেলো জানালেন, অধিনায়কত্ব করাটা তার কাছে চাপের কিছু নয়, এটাকে উপভোগ করতে চান তিনি।  

news24bd.tv

ফেভারিটের তকমা নিয়ে রাশিয়ায় পা রেখেছে ব্রাজিল।

কোচ তিতেও মরিয়া কোটি কোটি ভক্তদের প্রত্যাশার সঙ্গে দলের প্রাপ্তিটা মেলাতে।

এদিকে, বিশ্বকাপে অনেকটা ভাগ্যের জোরে এসেছে সুইসরা। প্লে অফ ম্যাচে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে তারা ম্যাচটি জিতেছে রিকার্ডো রদ্রিগেজের বিতর্কিত পেনাল্টি গোলে।
 
যদিও বাছাইপর্বের প্রথম ম্যাচে রোনালদোবিহীন পর্তুগালকে হারিয়েছিলো সুইজারল্যান্ড। গেল বিশ্বকাপেও দ্বিতীয় রাউন্ডে উঠেছিলো দলটি।  

সূত্র: ফোর ফোর টু

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর