মাদ্রাসা শিক্ষকের নির্মম পিটুনিতে পালালো দুই ছাত্র

দুই ছাত্র

মাদ্রাসা শিক্ষকের নির্মম পিটুনিতে পালালো দুই ছাত্র

প্লাবন রহমান 

শিক্ষকের নির্মম পিটুনিতে মাদ্রাসা থেকে পালিয়েছে দুই ছাত্র। রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে তাদের উদ্ধার করে এক নিরাপত্তা কর্মী। পরে ওই দুই ছাত্রকে অভিভাবকের কাছে পৌঁছে দেয় নিউজ টোয়েন্টিফোর। শিক্ষার্থীদের অভিযোগ, কারণে অকারণে ছাত্রদের ওপর চালানো হয় বর্বর নির্যাতন।

অভিযোগের সত্যতাও মিলেছে মাদ্রাসায় গিয়ে।

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন। অসহায় দুই মাদ্রাসা ছাত্র রিজওয়ান ও রাফি। ওদের সঙ্গে কথা বলতেই জানা গেল মাদ্রাসার হুজুরদের ক্রমাগত বেত্রাঘাত থেকে মুক্তি খুঁজতেই পালিয়ে এসেছে দুই জন।

চোঁখে মুখে ভয় আর আতঙ্ক।  

নির্যাতনের কথা বলতে গিয়ে একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন রিজওয়ান। জানান, প্রায়ই নানা কারণে প্লাস্টিকের পাইপ কিংবা বেত দিয়ে শরীরে আঘাত করেন মাদ্রাসার হুজুর।  

পরে রাফির বাবার সঙ্গে যোগাযোগ করা হলে বিমানবন্দর রেলস্টেনে ছেলেকে নিতে আসেন তিনি।

তাদেরকে সঙ্গে নিয়ে টঙ্গীর শিল্পাঞ্চল এলাকায় যায় নিউজ টোয়েন্টিফোর। সেখানে আসেন রিজওয়ানের বাবা। বিশ্বাসই করতে চান না তার ছেলের মাদ্রাসায় এরকম পেটানো হয়।

আরও পড়ুন: দিনাজপুরে বেড়েছে শীত

শেষশেষ দুই মাদ্রাসা ছাত্রকে তাদের অভিভাবকের কাছে বুঝিয়ে দেয় নিউজ টোয়েন্টিফোর। এবার রিজওয়ান রাফির মাদ্রাসায় নিউজ টোয়েন্টিফোরের ক্যামেরা। ভেতরে ঢুকতেই বেত হাতে দেখা গেল মাদ্রাসা শিক্ষক রায়হান হুজুরের।

টঙ্গীর শিল্পাঞ্চল এলাকার এই বিসমিল্লাহ নূরানী মাদ্রাসায় বর্তমানে শিক্ষা নিচ্ছেন ১০০ বেশি শিক্ষার্থী।

news24bd.tv রিমু