দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুনের ঘটনায় একজন গ্রেপ্তার 

ছবি : বিবিসি

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুনের ঘটনায় একজন গ্রেপ্তার 

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তার বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাঙচুর ও চুরির অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে,  স্থানীয় সময় মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে। স্থানীয় সময় রোববার সকালে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনের পার্লামেন্ট ভবনের ছাদ থেকে আগুনের সূত্রপাত ঘটে।

মুহূ্র্তেই তা ছড়িয়ে পড়ে পাশের ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনেও।

আরও পড়ুন:

ধামাকার এমডি একাই সরিয়েছে ১২৯ কোটি টাকা

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এটিকে একটি ভয়াবহ এবং ধ্বংসাত্মক ঘটনা বলে অভিহিত করেছেন। এ সময় তিনি পার্লামেন্টের কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

news24bd.tv/এমি-জান্নাত