তুষার পাত, ঠান্ডা, বন্যা, দাবানলে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া, উত্তর ভার্জিনিয়া সেন্ট্রাল মেরিল্যান্ডে ভারী তুষারপাত জনজীবনে ওপর প্রভাব ফেলেছে। দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করেছে। এদিকে, ঠান্ডার কারণে ভারতে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানায় প্রবল শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।
কলোরাডোর দাবালন নিয়ন্ত্রণে এলেও প্রচন্ড তুষার পাতে যুক্তরাষ্ট্রের উত্তর ভার্জিনিয়া, সেন্ট্রাল মেরিল্যান্ড, ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়ার জনজীবন বিপযস্ত হয়ে পড়েছে। সোমবার আবহাওয়া পরিষেবা কেন্দ্র শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করেছে।
বেশ কয়েকটি রাজ্যের স্কুলের শিক্ষার্থী এবং কর্মীরা বৃহস্পতিবার পর্যন্ত স্কুলে ফিরবে না। সিটির নতুন মেয়র এরিক অ্যার্ডামস বলেছেন, তুষারপাতসহ সব ধরনের দুযোর্গ মোকাবেলায় প্রস্তুত রয়েছে নিউইয়র্ক।
সাধারণত ইউরোপীয় পর্যটকদের জন্য উষ্ণ শীতের গন্তব্য মিশর। বছর শুরুতে লোহিত সাগর ঘেষা রিসোর্ট গুলো ঢেকে গেছে তুষারে। সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখা যায়, প্রায় ফাঁকা রাস্তা, শহরের বেশিরভাগ বাসিন্দা এবং পর্যটক ভারী শিলা বৃষ্টির কারণে বাড়ী ভেতরে ছিলো।
আরও পড়ুন:
সৌদি আরবে অর্থপাচার মামলায় অভিযুক্ত ৬ জনকে ৩১ বছরের কারাদণ্ড
দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুনের ঘটনায় একজন গ্রেপ্তার
এদিকে ঐতিহ্যবাহী লোকনৃত্য করে তুষারপাত উদযাপন করতে দেখা গেছে সৌদি বাসীদের। ভিডিওটিতে দেখা যায় পুরুষরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন এবং একসঙ্গে গান করছেন।
এদিকে পূর্ব ভারতে ঠান্ডার কারণ উত্তর-পশ্চিমে বইছে শৈত্যপ্রবাহ। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানায় প্রবল শৈত্যপ্রবাহ শুরু হলে কনকনে উত্তরে হাওয়া পূর্ব ভারতে প্রবেশ করে। সোমবার দিন সেই শীতের দেখা মিললেও এই শীত কত দিন স্থায়ী হবে, তা নিয়ে সংশয়ে রয়েছেন আবহাওয়াবিদদের একাংশ।
news24bd.tv/এমি-জান্নাত