মদ্যপানে হাসপাতালে ৯ যুবক, মৃত ২

প্রতীকী ছবি

মদ্যপানে হাসপাতালে ৯ যুবক, মৃত ২

অনলাইন ডেস্ক

ভেজাল মদ্যপানে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ যুবক। গতকাল রোববার (২ জানুয়ারি) বিভিন্ন সময়ে এ সকল মদ্যপ যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের১ ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা চলছে।

চিকিৎসাধীন সকলেই রাজশাহীর মতিহার থানাধীন শ্যামপুর এলাকার বাসিন্দা।

মদ্যপান করে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসারত যুবকরা হলেন, মো. মনিরুল ইসলাম (২৫), মো. শাহাদাত হোসেন (২৫), মো. জাকির হোসেন (২৫),মো. তাশিক (৩২) মো. মিন্টু মিয়া (২৬),মো. ভাবলু (২৭), মো. নাসির উদ্দিন(৩০),মো. মিঠু (৩২),মো. পারভেজ (২২)।  

আরও পড়ুন:

সৌদি আরবে অর্থপাচার মামলায় অভিযুক্ত ৬ জনকে ৩১ বছরের কারাদণ্ড

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুনের ঘটনায় একজন গ্রেপ্তার 

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ইংরেজি বছরের শেষ দিন তথা থার্টি ফার্স্ট নাইটের পর থেকেই ভেজাল ও বিষাক্ত মদ্যপান করে হাসপাতালে অনেকেই ভর্তি হয়েছে। তাদের মধ্যে দু'জন মারা গেছে। এখনও হাসপাতলে নয়জন যুবক চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আমরা খোঁজ খবর রাখছি।

 news24bd.tv/আলী